১৪ লাখ মাইলের দীর্ঘ যাত্রা শেষে গতমাসের প্রথমদিকে পৃথিবীতে ফিরে আসে নাসার আর্টেমিস ১ ওরিয়ন মহাকাশযান। অবশেষে পুনরায় কেনেডি স্পেস সেন্টারে আনা হলো যানটিকে। খবর এনগ্যাজেট।
৩০ ডিসেম্বর কেনেডি স্পেস সেন্টারে ওরিয়ন ক্যাপসুলকে আনা হয় বলে জানিয়েছে নাসা। এর আগে গত ১১ ডিসেম্বর প্রশান্ত মহাসাগরে নামানো হয় সেটিকে।
আর্টেমিস ১ এর চাঁদের দিকে রেকর্ড গড়া যাত্রা শুরু হয় নভেম্বরের ১৬ তারিখে। নাসার পরবর্তী প্রজন্মের স্পেস লঞ্চ সিস্টেম ভারি রকেটের মাধ্যমে সেটি মহাকাশে যাত্রা করে।
কেনেডি স্পেস সেন্টারে নাসা সর্বপ্রথম নভোযানটির হিট শিল্ড অপসারণ করবে। এরপর এটি নিয়ে গবেষণা শুরু হবে।
ডিবিটেক/বিএমটি