ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে সামাজিক উদ্ভাবনীমূলক কাজের সম্মাননা হিসেবে বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২১ হাতে পেলেন বিজয়ীরা। বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তিগত ও টিম হিসেবে পূর্বে ঘোষিত মোট ১৫ বিজয়ীদের মধ্যে মোট ১২ জন সশরীরে উপস্থিত হয়ে এই পুরস্কার গ্রহণ করেছেন। বাকি তিন জনের মধ্যে দুইজন দেশের বাইরে থেকে ভার্চুয়ালি পুরস্কার গ্রহণ করেছেন।
বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন ফোরামের আয়োজনে বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও স্কাইভিউতে অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে ব্যক্তিগত ক্যাটাগরিতে বিজয়ী অনুশিলন সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা অলোক চন্দ্র দাষের হাতে পুরস্কার তুলে দেন বিডিএসএফআই কো-ফাউন্ডার চৌধুরি দৌলত মুহাম্মাদ জাফরি।
এরপর রিয়েল ক্যাপিটা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আরিফুজজ্জামানের হাত থেকে পুরস্কার বুঝে নেন টিম কিপ স্মাইল ফাউন্ডেশনের ফাউন্ডার জুনাইদ আহমেদ। এছাড়াও তার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সাজিয়া সুলতানা মিথিল।
অনুষ্ঠানের এক পর্যায়ে ভার্চুয়ালি যোগ দেন বিডিএসএফআই প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আলী আকবর আশা। তিনি বলেন, যুব সমাজের প্রযুক্তিগত সামাজিক উদ্ভাবানামূলক কাজের সম্মাননা প্রদানের মাধ্যমে যুব সমাজকে সামাজিক পরিবর্তনমূলক কাজ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উদ্বুদ্ধ করতেই প্রতি বছর এই আয়োজন করে আসছে বিডিএসএফআই।
অনুষ্ঠানে সোশ্যাল ইনক্রিজার হিসেবে মুনতাছির মামুন মুনের হাতে পুরস্কার তুলে দেন সওদাগর ডটকম ব্যবস্থাপনা পরিচালক আরিফ মুহাম্মাদ আব্দুর শাকুর চৌধুরি।
এছাড়াও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক কাজী হাসান রবিনের হাত থেকে পুরস্কার নেন অনুষ্ঠানে টিম বহ্নি শিখা এবং টিম ইন্টারন্যাশনাল ইয়্যুথ চেঞ্জমেকার। ইন্টারন্যাশনাল ইয়্যুথ চেঞ্জমেকার প্রতিষ্ঠাতা জুনাইদ অমির পক্ষে অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন সংগঠনের সমন্বয়ক রাকিবুল ইসলাম এবং বহ্নি শিখার সমন্বয়ক হাফসা তাসনিম। এছাড়াও সিলেটের চুনারঘাট অঞ্চলে সামাজিক কাজ করে বিজয়ী সৈয়দা নাজনিন আহমেদ সিলভির হাতেও পুরস্কার তুলে দেন হাসান রবিন। পুরস্কারটি নিজের স্বামীকে ডেডিকেটেড করে অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন বিজয়ী।
অনুষ্ঠানে ভলান্টিয়ার লিডারশিপ ক্যাটাগরিতে ইভ্যুলেশন ৩৬০ উদ্যোগের জন্য বিজয়ী আনিকা শুভা আহমেদ উপমার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফ্রিল্যান্সর ডেভলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. তানজিমা রহমান। তিনি একইসঙ্গে টিম ইয়্যুথ এন্টারপ্রেনর নেটওয়ার্কের ফাউন্ডার প্রেসিডেন্ট খন্দকার আব্দুল আওয়াল তানভীরের হাতেও পুরস্কার তুলে দেন।
পাশাপাশি বিজকপ ফাউন্ডার সিইও নাহিদ হাসান পুরস্কার তুলে দেন স্ট্যাডিবুথ লার্ন টুগ্যাদারের কনটেন্ট ক্রিয়েটর জান্নাতুল তাহসিনের হাতে। প্রতিষ্ঠাতা মাইশা মোরশেদ উপস্থিত না থাকায় তার কাছে পুরস্কার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিমের অধিনায়ক মোহাম্মাদ মোহসিনের হাতেও পুরস্কার তুলে দেন তিনি।
প্রথমবারের মতো বৈশ্বিক প্রেক্ষাপটে আয়োজিত এবারের গ্লোবাল ইন্ডিভিজ্যুয়াল লিডারশিপ ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ী ভারতের গ্রিন গভারনেন্স ইনিসিয়েটিভ সেন্টারের সহ-প্রতিষ্ঠাতা পালাক সারমা অনলাইনে যুক্ত হয়ে তার অভিজ্ঞতা ব্যক্ত করেন। এছাড়াও ইন্দোনেশিয়া থেকে বিজয়ী ইয়ং সিইএ লিড ফাউন্ডা শাহেস্তু আবিদা ভিরাওয়াসিই ভার্চুয়ালি যুক্ত হন।
একইভাবে অনুষ্ঠানে টিম ইঞ্জিনিয়ার্স হাব বিডি এর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব শরীফ মাহমুদ এবং সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম হোসেন। পুরস্কার গ্রহণ করেন ইঞ্জিনিয়ার্স হাব বিডির প্রতিষ্ঠাতা সাদমান সাকিব।
সবশেষে সংগঠনের পক্ষ থেকে স্পেশাল অনার সম্মাননা তুলে দেওয়া হয় আবুল বাশার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোহাম্মাদ আরিফুজ্জামানের হাতে।