ফিনল্যান্ডের টেলিকম জায়ান্ট নোকিয়া জার্মানিতে ৩৯১ মিলিয়ন ডলার (৩৬০ মিলিয়ন ইউরো) বিনিয়োগের পরিকল্পনা করেছে। দেশটির উলম এবং নুরেমবার্গে সফটওয়্যার, হার্ডওয়্যার ও চিপ ডিজাইনে এই বিনিয়োগ করা হবে। খবর রয়টার্স।
নোকিয়া এক বিবৃতিতে জানিয়েছে, চার বছর মেয়াদী এই প্রকল্পে নোকিয়ার পাশাপাশি জার্মান ফেডারেল মিনিস্ট্রি অব ইকোনমিক্স অ্যান্ড ক্লাইমেট প্রোটেকশন এবং জার্মানির দুটি রাজ্য অর্থায়ন করবে।
প্রকল্পটি সফটওয়্যার, হার্ডওয়্যার এবং ডিজিটাল টুইন-এর উপর ভিত্তি করে উচ্চ-পারফরম্যান্সের সিস্টেম-অন-চিপের বিকাশে ফোকাস করবে। এগুলো ফাইভজি অ্যাডভান্সড এবং সিক্সজি মানের উপর ভিত্তি করে পরবর্তী প্রজন্মের টেলিকম সিস্টেমগুলো রেডিও এবং অপটিক্যাল পণ্যগুলোতে ব্যবহার করা হবে।
ডিবিটেক/বিএমটি