চলতি বছরের শুরুতে, টেকনো ফোল্ডেবল স্মার্টফোন মার্কেটে প্রবেশ করেছে। টেকনো ফ্যান্টম ভি ফোল্ড হলো কোম্পানির প্রথম ফোল্ডেবল ডিভাইস এবং এতে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এর মতো ফর্ম ফ্যাক্টর রয়েছে। চীনা কোম্পানিটি বর্তমানে তাদের প্রথম ক্ল্যামশেল ফোল্ডেবল, টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ভাইভজি উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে।
টেকনোর ঘোষণা অনুযায়ী, ফ্যান্টম সিরিজের ফোনটি আগামী ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে উন্মোচন করা হবে। এটি বিশ্বের অন্যান্য বাজারেও পাওয়া যাবে।
সম্প্রতি ফাঁস হওয়া ডিজাইন মতে, নতুন ফোনটিতে বৃত্তাকার কাভার ডিসপ্লে থাকবে।
শোনা যাচ্ছে, টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি-তে ১.৩২ ইঞ্চির কাভার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ৪৬৬ × ৪৬৬ পিক্সেলের রেজ্যুলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আর, টেকনোর এই আসন্ন ক্ল্যামশেল ফোল্ডেবলের ভিতরে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুলএইচডি+ (২,৬৪০ × ১,০৮০ পিক্সেল) রেজ্যুলিউশনসহ ৬.৯ ইঞ্চির অ্যামোলেড ফোল্ডেবল প্রাইমারি ডিসপ্লে অবস্থান করবে বলে জানা গেছে।
এছাড়া ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে থাকতে পারে।
ডিবিটেক/বিএমটি