তুরস্কে টেসলা গাড়ির কারখানা স্থাপন করতে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সোমবার সরকারি দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মাস্কের বরাতে প্রতিবেদনে বলা হয়, তুর্কি সরবরাহকারীরা বেশ আগে থেকেই টেসলার সঙ্গে কাজ করছে। এমনকি টেসলার পরবর্তী কারখানা নির্মাণের জন্য তুরস্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থী বলেও উল্লেখ করেছেন মাস্ক।
এ বিষয়ে জানতে চাইলে টেসলা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদলু বলছে, নিউইয়র্কের জাতিসংঘের পাশে এক বহুতল ভবন টার্কিশ হাউসে বৈঠকের সময় এরদোয়ান ও মাস্ক এ বিষয়ে আলোচনা করেছেন। জাতিসংঘের সাধারণ সমাবেশের ৭৮তম আসরে অংশগ্রহণ করতে এরদোয়ান এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তর বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্টারলিংক প্রতিষ্ঠার যেকোনো বিষয়ে তুরস্ক সহযোগিতা করবে বলে বৈঠকে জানান এরদোয়ান।
ডিবিটেক/বিএমটি