ইন্টারনেট ছাড়া আমাদের জীবন প্রায় অচল। সব সময় কোন না কোন মাধ্যমে আমরা ইন্টারনেটে ব্যস্ত থাকি। আর এই ইন্টারনেটেও আমাদের সুরক্ষা থাকাটা অনেক বেশি প্রয়োজন। ইন্টারনেটে নিরাপদ না থাকলে পড়তে হতে পারে বিশাল বড় বিপদে।
সব কিছুইতেই ডিজিটালের ছোঁয়া, কিন্তু ইন্টারনেট ব্যবহারের সময়ে মাঝেমাঝেই নানারকম বিপদে পড়ি আমরা। তাই ইন্টারনেটের বিপদ থেকে নিজেকে বাঁচানোর জন্য কী কী করতে হবে জেনে নিন।
১) ইন্টারনেট যখন আমরা ব্যবহার করি, তখন সব কিছুইতেই পাসওয়ার্ড ব্যবহারের প্রয়োজন হয়। মনে রাখতে হবে পাসওয়ার্ড যে সহজ না হয়। কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
২) এক পাসওয়ার্ড বেশি দিন ব্যবহার করবেন না। তাই কিছু দিন পর পর পাসওয়ার্ড চেইন্স করুন।
৩) ফেসবুক, ই-মেইল, অ্যামাজন, টুইটারের মতো পরিষেবা ব্যবহার করার সময়ে সব সময় সাইন আপ নোটিফিকেশন চালু রাখতে হবে। তাহলে আপনি ছাড়া অন্য কেউ যদি আপনার এই সমস্ত অ্যাকাউন্ট ব্যবহার করতে চায়, তাহলে আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসবে।
৪) পাবলিক ওয়াই-ফাই থেকে ইন্টারনেট ব্যবহার করা এড়িয়ে গেলেই ভালো হয়। কারণ, বেশিরভাগ পাবলিক ওয়াইফাইতেই হ্যাকাররা ওঁত পেতে বসে থাকে।
৫) লোভনীয় ই-মেইল দেখলে বুঝেশুনে পা বাড়ান। বিশেষ করে পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া মেইলগুলি না খুলে ডিলিট করে দেওয়াই ভাল।
৬) ইন্টারনেটের বিপদ থেকে বাঁচার জন্য অ্যান্টি ভাইরাস অ্যাক্টিভেট এবং আপডেট থাকা জরুরি।