বর্তমানে উইন্ডোজ রিইনস্টল করতে চাইলে আপনাকে হয়তোবা সিডি, পেনড্রাইভ, এক্সটার্নাল ড্রাইভ কিংবা পিসিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি রাখতে হয়। তবে আগামীতে সেটি আর এভাবে সংরক্ষণ করার প্রয়োজন নেই। কারণ অনলাইন থেকে সেটি পিসিতে ইনস্টল করতে পারবেন। খবর এনগ্যাজেট।
সর্বশেষ উইন্ডোজ ১০ ইনসাইডার প্রিভিউ বিল্ডে পিসি রিসেট দেয়ার সময় ‘ডাউনলোড উইন্ডোজ’ অপশন দেখা গেছে। এরফলে আপনি আপনার ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করেই ক্লাউড থেকে উইন্ডোজের ফ্রেশ কপি ইনস্টল করতে পারবেন। ম্যাকে ফিচারটি অনেক আগেই আসলেও অবশেষে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ফিচারটি নিয়ে আসছে।
মাইক্রোসফটের তথ্যমতে, আপনি যদি ‘রিমুভ এভরিথিং’ অপশনটি নির্বাচন করে দেন তাহলে আপনার বিদ্যমান অ্যাপস ও ডেটা মুছে যাবে। চাইলে সেগুলো রেখেও দিতে পারবেন।
বর্তমানে প্রি-রিলিজ সফটওয়্যারটি পাওয়া যাচ্ছে। শিগগিরই আরও উন্নত ক্লাউডভিত্তিক উইন্ডোজ পাওয়া যাবে।
ডিবিটেক/বিএমটি