মহান স্বাধীনতা দিবসে রবিবার নতুন একটি ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে এই স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর নিয়ে যান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সেগুলোতে সই করে অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।
এসময় ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হারুনুর রশীদ (অতিরিক্ত দায়িত্ব) প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবসে আগের বছরগুলোতেও স্মারক ডাকটিকিট, খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন সরকারপ্রধান।
ডাকটিকিট অবমুক্ত করার আগে ভোরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।