তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় স্টার্টআপ বাংলাদেশের যাত্রা শুরু হয়। ৫০০ কোটি টাকা দেশের স্টার্টআপগুলোর মধ্যে বিনিয়োগ করবে স্টার্টআপ বাংলাদেশ। ইতোমধ্যেই ৫০ কোটির বেশি টাকা বিনিয়োগ সম্পন্ন করেছে স্টার্টআপ বাংলাদেশ। ২০২৫ সালের মধ্যেই আমরা আশা করি পুরো ৫০০ কোটি টাকা স্টার্টআপ গুলোতে বিনিয়োগ করা হবে।
রবিবার (৭ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটন ঢাকায় শেয়ারট্রিপকে বাংলাদেশ স্টার্টআপ এর পক্ষ থেকে ৫ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এসময় দ্রুতবর্ধনশীল প্রবৃদ্ধি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বাংলাদেশের ওটিএ শেয়ারট্রিপ বিশ্বমানের ট্রাভেল এজেন্সি হয়ে উঠবে বলে মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি আরও বলেন, দেশের ওটিএ বাজারের ১৫ শতাংশ দখল করে সফল স্টার্টআপ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে শেয়ারট্রিপ। আমি আশা করি শেয়ারট্রিপ আন্তর্জাতিকভাবে সফল একটি ট্রাভেল এজেন্সি হিসেবে আরও সুনাম অর্জন করবে।
শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা সাদিয়া হক এবং প্রতিষ্ঠাতা আশেফ রহমানের প্রশংসা করে তিনি বলেন, আমি আশা করি শেয়াট্রিপের যে সম্ভাবনা রয়েছে সে দিকটা বিবেচনায় জাপনি বন্ধু মারুবিনি তৃতীয় দফায় আরো বিনিয়োগ করবে। এভাবেই সাদিয়া এবং আশেফ দের মতো সফল ও মেধাবী স্টার্টআপ ফাউন্ডারদের সবরকম সাহায্য করতে পাশে থাকবে স্টার্টআপ বাংলাদেশ। এর অংশ হিসেবেই আজ তাদের ৫ কোটি টাকা বিনিয়োগ করা হলো।
অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ উপস্থিত ছিলেন।