রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে তিন দিনের ডিজিটাল বাংলাদেশ মেলা। এই মেলায় নিত্যনতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে দেশীয় ব্র্যান্ড সিম্ফনি।
মেলায় সিম্ফনি দিচ্ছে সকল ফোনে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়। এই অফার মেলা চলাকালীন সময়ে পাওয়া যাবে।
সিম্ফনি মোবাইলের ডেপুটি ম্যানেজার, মার্কেটিং খান জাভেদ রিজভী বলেন, ‘মেলায় হ্যান্ডসেটে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আশা করছি মেলায় ভালাে সাড়া ফেলবে।