বিশ্বে প্রথম বারের মতো পাঁচজন বহনযোগ্য উড়ুক্কু ট্যাক্সি আনছে লিলিয়াম নামের জার্মানির একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। স্বয়ংক্রিয়ভাবে উড়তে সক্ষম এই ট্যাক্সিতে ইলেকট্রিক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ২০২০ সালের মধ্যে তারা বড় পরিসরে এই ট্যাক্সি উৎপাদন শুরু হবে।
সূত্রমতে, এই এয়ার ট্যাক্সিটিতে ৩৬টি ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। মূলত এগুলোর সাহায্যেই এটি উড্ডয়ন ও অবতরণ করে। একবার চার্জে ট্যাক্সিটি ৩০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম।
বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়েছে, ব্যতিক্রমী এই ট্যাক্সিতে পাঁচটি আসন থাকবে। অর্থাৎ সর্বোচ্চ পাঁচজন এতে যাত্রী হিসেবে উঠতে পারবেন। ট্যাক্সিটি ঘণ্টায় ৩০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। উড়ন্ত ট্যাক্সি চালু হলে পরিবহন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য এর আগেও উড়তে সক্ষম এমন ট্যাক্সির পরীক্ষা চালিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে সেগুলোর কোনোটিই দুই সিটের বেশি নয়। এ কারণে লিলিয়ামের তৈরি ট্যাক্সিটিই বিশ্বের প্রথম পাঁচ সিটের উড়তে সক্ষম ট্যাক্সি।
নিজেদের এই উদ্ভাবন সম্পর্কে লিলিয়ামের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড্যানিয়েল উগেন্ড বলেন, দুই থেকে পাঁচ সিটে যাওয়াই ছিল আমাদের প্রধান লক্ষ্য। কারণ, আমরা আরও বেশি মানুষের জন্য আকাশপথ উন্মুক্ত করতে চাই।
[প্রিয় পাঠক, আপনিও ডিজি বাংলা’র অংশ হয়ে উঠুন। প্রযুক্তি বিষয়ক খবরা-খবর, মোবাইল-গেম রিভিউ, স্কুল-কলেজ পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উদ্ভাবন-গবেষণা, মেলা, ফ্যাশন, লাইফস্ট্যাইল, ক্যারিয়ার, পরামর্শ, টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ভিডিও/ছবিসহ মেইল করুন[email protected] এ ঠিকানায়। আপনার সঙ্গে যোগাযোগের নম্বরটিও লিখুন। লেখা আপনার নামে প্রকাশ করা হবে। ভালো লেখার জন্য সম্মানি দেয়া হবে।]