অ্যাপলকে সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত করতে যারা কাজ করেছেন তার মধ্যে অন্যতম জনি আইভ। দুই দশকের বেশি সময় ধরে যুক্ত থাকা ব্রিটিশ নাগরিক স্যার জনি আইভ অবশেষে অ্যাপল ছাড়ছেন। এবার নিজেই একটি প্রতিষ্ঠান গড়ে তুলবেন, আর মজার বিষয় হলো প্রতিষ্ঠানটির প্রথম গ্রাহক হতে যাচ্ছে অ্যাপল। খবর বিবিসি।
আইম্যাক, আইপড ও আইফোনের ডিজাইনার স্যার জনাথন (জনি আইভ) এবছরের শেষের দিকেই অ্যাপল ছাড়বেন। তিনি লাভফ্রম নামে একটি ক্রিয়েটিভ প্রতিষ্ঠানের কাজ শুরু করবেন।
জনি আইভ এমন সময় অ্যাপল ছাড়ছেন যখন কোম্পানিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছিলো। অ্যাপল প্রধান টিম কুম জনি আইভের সম্পর্কে বলেছেন, ‘অ্যাপল পুনরুজ্জীবনে তার ভূমিকা অতুলনীয়’। কারণ তিনি এমন সময় অ্যাপলে জয়েন করেছিলেন যখন কোম্পানির আর্থিক অবস্থা ভালো ছিলো না এবং কর্মী ছাটাই চলছিলো।
১৯৯৮ সালে তার ডিজাইন করা আইম্যাক দিয়েই সুদিনের পথে যাত্রা শুরু করে অ্যাপল। এরপর ২০০১ সালে আইপড নিয়ে আসেন তিনি এবং সেটিতেও রমরমা ব্যবসা হয়। ধারাবাহিকভাবে তিনি আইপড মিনি, আইফোন, ম্যাকবুক এয়ার, আইপ্যাড, অ্যাপল ওয়াচ এবং এয়ারটপডস ডিজিটাই করেন।
অ্যাপলের প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস স্যার জনাথন সম্পর্কে বলেছিলেন, ‘অ্যাপলে আমার কোনো আধ্যাত্মিক পার্টনার থেকে থাকলে সেটি জনি।” স্যার জনাথনের শেষ প্রকল্পগুলোর মধ্যে আছে অ্যাপলের নতুন সদরদপ্তর অ্যাপল পার্ক।
স্টিভ জবসের মৃত্যুর পর অনেকে ভেবেছিলেন জনি আইভই হবেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা।
মজার বিষয় হলো টয়লেট ও টুথব্রাশের ডিজাইন দিয়ে কর্মজীবন শুরু করা ব্যক্তিটিই শেষ পর্যন্ত ডিজাইন করেন ইতিহাসের সবচেয়ে লাভজনক পণ্য আইফোনের।
ডিবিটেক/বিএমটি