অ্যাপলের মিউজিক স্ট্রিমিং সেবা অ্যাপল মিউজিক ছয় কোটির অধিক গ্রাহকের মাইলফলক স্পর্ষ করেছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে অ্যাপল। এর ফলে সামনে আছে শুধুমাত্র ১০ কোটি প্রিমিয়াম গ্রাহক সম্বলিত স্পটিফাই। খবর রয়টার্স।
অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইডি কিউ প্যারিসের নিউমারামাতে এই মাইলফলক অর্জনের কথা জানান। তবে ২০১৮ সালের মে থেকে এখন পর্যন্ত কতোজন নতুন সদস্য যুক্ত হয়েছে সেই সংখ্যা জানাননি।
গত বছর মে মাসে অ্যাপল মিউজিকের গ্রাহকের সংখ্যা ছিলো পাঁচ কোটি। ফলে এই সময়ের মধ্যে কতোজন সেবাটি আবসাবস্কাইব করেছে সেটিও জানা যায়নি।
তবে এই ছয় কোটি গ্রাহকের মধ্যে অ্যাপল গ্রাহকরাও রয়েছে, যারা অ্যাপল মিউজিক সেবাটি বিনামূল্যে পরীক্ষা করতে পারেন।
গত এপ্রিল অপর মিউজিক স্ট্রিমিং সেবা স্পটিফাই জানায়, তাদের দশ কোটি প্রিমিয়াম গ্রাহক রয়েছে। এর মধ্যে প্রিমিয়াম সেবার ফ্রি ট্রায়াল পাওয়া গ্রাহকরাও আছে, কারণ তারা ইতিমধ্যেই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট মেথডে প্রবেশ করেছে। তবে বিজ্ঞাপননির্ভর সেবার ক্ষেত্রে স্পটিফাইয়ের গ্রাহক সংখ্যা ২১৭ মিলিয়ন।
ডিবিটেক/বিএমটি