চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে ২০১৯ সাল থেকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পাশাপাশি মহামারী-পরবর্তী সরবরাহ সংকট ও মূল্যস্ফীতির কারণে স্মার্টফোনের বাজারে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি নিম্নমুখী ছিল। তবে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে চীনের স্মার্টফোন বাজারে শক্তিশালীভাবে প্রত্যাবর্তন করে শীর্ষস্থান অর্জন করেছে হুয়াওয়ে। খবর নিক্কেই এশিয়া।
সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে হুয়াওয়ে চীনে ১ কোটি ১৭ লাখ স্মার্টফোন বিক্রি করেছে, যা গত বছর একই সময়ের তুলনায় ৭০ শতাংশ বেশি।
এদিকে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল চীনের বাজারে বিক্রি ২৫ শতাংশ কমে প্রায় ১ কোটি ইউনিটে দাঁড়িয়েছে। বিক্রির দিক থেকে চীনের বাজারে অ্যাপল পঞ্চম স্থানে নেমেছে। এছাড়া চীনের স্থানীয় অপো ও ভিভোর ব্র্যান্ডের স্মার্টফোনের বিক্রিও যথাক্রমে ১৪ ও ৯ শতাংশ কমেছে। তবে হুয়াওয়ের সাবেক বাজেট ব্র্যান্ড অনার চলতি বছরের প্রথম প্রান্তিকে ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
প্রতিবেদনে বলা হয়, চীন বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন বাজার, যা অত্যন্ত প্রতিযোগিতামূলক। চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের শীর্ষ ছয়টি স্মার্টফোন কোম্পানির বিক্রির পরিমাণ ছিল খুবই কাছাকাছি।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, চীনের বাজারে হুয়াওয়ের শীর্ষে স্থানে ফিরে আসা তাদের স্মার্টফোনে ব্যবসায় শক্তিশালী প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
ডিবিটেক/বিএমটি