চ্যাটজিপিটি ব্যবহারের মাধ্যমে বিং চ্যাটকে সম্পূর্ণ বদলে ফেলেছে মাইক্রোসফট। এতদিন সফটওয়্যার জায়ান্টটির এজ ব্রাউজারে বিং চ্যাট ব্যবহার সীমিত ছিলো। তবে এবার গুগলের ক্রোম ও অ্যাপলের সাফারি ব্রাউজারেও যুক্ত হচ্ছে এটি। খবর এনগ্যাজেট।
মাইক্রোসফট বর্তমানে সাফারি ও ক্রোমে বিং চ্যাট ব্যবহার নিশ্চিতে পরীক্ষা চালাচ্ছে। যাতে ভবিষ্যতে অন্য ব্রাউজারে এ সুবিধা পেতে সমস্যা না হয়।
এক বিবৃতিতে মাইক্রোসফটের মুখপাত্র জানান, প্রাথমিক পরীক্ষণ শেষে আরও বেশি ব্যবহারকারীর কাছে এ সুবিধা পৌঁছে দেয়ার জন্য আমরা উদগ্রীব হয়ে আছি।
এরই মধ্যে বেশ কিছু ব্যবহারকারী প্রবেশাধিকার পেয়েছেন। তবে ক্রোম ও সাফারির ব্যবহারকারীদের জন্য কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বিং চ্যাট ব্যবহারের জন্য মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করতে হবে।
এজ ব্রাউজারের ৪ হাজার শব্দের বিপরীতে ২ হাজার শব্দ ব্যবহারের সুবিধা মিলবে। এজে ৩০টি প্রশ্ন করার পর কথোপকথন রিসেট করার কথা বললেও নতুন দুই ব্রাউজারে ৫ বারের বেশি জিজ্ঞাসা করা যাবে না। এছাড়াও এজ ব্রাউজার ডাউনলোডের জন্য প্রতিনিয়ত নোটিফিকেশন দেখানো হবে।
ডিবিটেক/বিএমটি