নরওয়ের ১২টি মন্ত্রণালয় হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রী এসব তথ্য জানান। খবর রয়টার্স।
রাশিয়ার গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার পর নরওয়ে এখন ইউরোপের বৃহত্তম গ্যাস এবং পশ্চিম ইউরোপের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও আইন মন্ত্রণালয়গুলো ভিন্ন আইটি প্ল্যাটফর্ম ব্যবহার করার কারণে এই হামলায় সেগুলো অক্ষত রয়েছে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ে সেবা প্রদানকারী সংস্থার প্রধান এরিক হোপ বলেন, “আমাদের এক সরবরাহকারীর দেওয়া প্ল্যাটফর্মে একটি দুর্বলতা শনাক্ত করতে পেরেছি। সেই আক্রান্ত স্থানটিকে বন্ধ করে দেওয়া হয়েছে”।
সরবরাহকারির দেওয়া প্ল্যাটফর্মে “অস্বাভাবিক” গতিবিধি শনাক্ত করে সেই হামলাটিকে শনাক্ত করা হয়। ঘটনাটি প্রথম নজরে আসে ১২ জুলাই এবং পুলিশ এর তদন্ত করছে। এই হামলার পেছনে কারা ছিলো বা এর ক্ষয়ক্ষতির ব্যাপারে এত তাড়াতাড়ি জানা যাবে না বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ন্যাটোর সদস্য দেশ নরওয়ের আর্কটিক অঞ্চলে রাশিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে। দেশটি রাশিয়া ইউক্রেন যুদ্ধে অস্ত্র, অর্থ এবং মানবিক সহায়তা দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে।
ডিবিটেক/বিএমটি