আমেরিকান কোম্পানি ওপেনএআই গত বছর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল চ্যাটজিপিটি চালু করার পর, এটি বিশ্বের বিভিন্ন জায়গার মানুষের জীবনে বিশাল প্রভাব ফেলেছে। যেকোনো প্রশ্নের তাৎক্ষণিক উত্তর জোগাড় করা, রচনা লেখা, হিসাব করা ইত্যাদি বিভিন্ন মানবীয় কাজ করা, এমনকি অবসরে সময় কাটানোর জন্যও অনেকে এখন এই এআই চ্যাটবটটিকে বেছে নিচ্ছেন।
বলতে গেলে চারদিকেই শুধু চ্যাটজিপিটির জয়জয়কার! সেক্ষেত্রে এতদিন পর্যন্ত চ্যাটজিপিটি টুলটি আইফোন এবং ওয়েব ভার্সনের মাধ্যমে ব্যবহার করা গেলেও, এবার ব্যাপক জনপ্রিয়তায় সাড়া দিয়ে এবং ব্যবহারকারীদের দীর্ঘ অপেক্ষা কাটিয়ে চালু হতে চলেছে এর অ্যান্ড্রয়েড অ্যাপও।
উন্মোচনের প্রায় এক বছর পর অবশেষে ওপেনএআই তাদের চ্যাটজিপিটি প্রযুক্তির মোবাইল অ্যাপ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
টুইট অনুযায়ী, আগামী সপ্তাহ থেকে অ্যাপটি সকলের জন্য উন্মুক্ত হবে। এই মুহূর্তে আগ্রহীরা গুগল প্লে স্টোরে এটির প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।
ডিবিটেক/বিএমটি