চীনের স্মার্টফোন কোম্পানি মেইজুকে অধিগ্রহণের মাধ্যমে ফোন ব্যবসায় প্রবেশ করতে যাচ্ছে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গিলি, এমন খবর আমরা গত জানুয়ারিতে শুনতে পেয়েছিলাম। অনেকটা চুপিসারেই এই অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, যদিও মেইজুর পক্ষ থেকে কোনো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। খবর জিএসএম এরিনা।
সাম্প্রতিক বছরগুলোতে মেইজুর ব্যবসা ভালো চলছে না। সনির সাথে অংশীদারিত্বে এক্সপেরিয়া ফোনে ফ্লাইমি অ্যাপ আনা হলেও সেটি কোম্পানিটিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেনি।
ভলভো, পলেস্টার, লোটাসসহ নিজেদের মালিকানায় একাধিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান থাকার পরেও মেইজুকে সহায়তার জন্য গিলির প্রয়োজনীয় জনবল রয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি গিলির মালিকানাধীন একটি ব্র্যান্ডের নতুন গাড়িতে ফ্লাইমি নামক কার ইনফোটেইনমেন্ট সিস্টেম সংযুক্ত করা হয়েছে, যা তৈরি করেছে মেইজু। গত বছর গিলি হুবেই জিংজি সিডাই টেকনোলজি নামের একটি কোম্পানি তৈরি করে যার মূল লক্ষ্য ছিলো স্মার্টফোন ও স্মার্ট গ্যাজেট তৈরি করা। সেই উদ্যোগে সহায়তা করতে পারবে মেইজুর জনবল ও প্রযুক্তি।
ডিবিটেক/বিএমটি