চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গিলি হোল্ডিং গ্রুপ মহকাশে ১১টি লো-আর্থ অববিট স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। চালকবিহীন গাড়ির জন্য যথাযথ নেভিগেশন সহায়তা দিতে সক্ষমতা বাড়ানোর লক্ষে দ্বিতীয় ধাপে এই স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানো হয়েছে। খবর রয়টার্স।
সিচুয়ান প্রদেশের জিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গিলি।
২০২৫ সাল নাগাদ কোম্পানিটি ৭২টি স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর প্রত্যাশা করছে। ধারাবাহিকভাবে ২৪০টি স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের পরিকল্পনা রয়েছে গিলির।
এর আগে ২০২২ সালের জুনে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে গিলি।
ডিবিটেক/বিএমটি