অ্যাপলের অন্যতম সরবরাহকারী ফক্সকন আগামী এক বছরে ভারতে তাদের জনবল এবং বিনিয়োগ দ্বিগুন করার পরিকল্পনা নিয়েছে। কোম্পানির একজন নির্বাহীর বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
তাইওয়ান-ভিত্তিক ফক্সকন বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি চীন থেকে সরে ভারতে ক্রমেই তাদের পরিসর বাড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় ভারতের দক্ষিণাঞ্চলে উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ করছে।
ভারতে ফক্সকনের প্রতিনিধি ভি লি এক লিংকডইন পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী বছরের মধ্যে ভারতে জনবল, বিনিয়োগ এবং ব্যবসায়ের আকার দ্বিগুন করার পরিকল্পনা রয়েছে ফক্সকনের।
তিনি যদিও এর বেশি কিছু বলেননি।
ইতিমধ্যেই তামিলনাডুতে ফক্সকনের আইফোন কারখানা রয়েছে, যেখানে প্রায় ৪০ হাজার লোকের কর্মসংস্থান রয়েছে।
ডিবিটেক/বিএমটি