‘আফ্রিকা সাইবার সার্জ’ অভিযানে আটক হয়েছে ৪ কোটি ডলার হাপিস করা ১৪ সাইবার প্রতারক। ইন্টারপোল, আফ্রিকার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও বিভিন্ন বেসরকারি নিরাপত্তা কোম্পানির যৌথ অভিযানে ২৫টি দেশজুড়ে বিস্তৃত ২০ হাজারেরও বেশি সন্দেহজনক নেটওয়ার্ক শনাক্ত করে আটক করা হয় তাদের।
এর মধ্যে সাড়ে আট লাখ ডলার মূল্যের একটি শিল্পকর্ম বিক্রির অনলাইন জালিয়াতির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয় ক্যামেরুন থেকে। জাম্বিয়ার একজন ভুক্তভোগীকে প্রতারণার দায়ে সন্দেহভাজন একজনকে আটক করে নাইজেরিয়ার পুলিশ এবং মেসেজিং প্ল্যাটফর্মে প্রতারণায় পাওয়া অর্থ পাচারের ঘটনায় সন্দেহভাজনকে আটক করে মৌরিতানিয়ার পুলিশ।
এছাড়াও অভিযানে একটি ডার্কনেট সাইটকে বন্ধ করেছে ক্যামেরুনের কর্তৃপক্ষ এবং বিভিন্ন হোস্টিং কার্যক্রম থেকে ছয়শো ১৫টি ম্যালওয়্যার অপসারণ করেছে কেনিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অনলাইন নিপীড়ন, প্রতারণা, ব্যবসায়িক ইমেইল ফাঁস (বিইসি) এবং অন্যান্য জালিয়াতি রোধে এই অভিযান শুরু হয় চার মাস আগে। তখন থেকেই এই অভিযানে অবকাঠামোগত সহায়তা দিয়েছে আফ্রিপোল, তথ্য নিরাপত্তা কোম্পানি গ্রুপ-আইবি এবং উপসালা সিকিউরিটিজ।
আফ্রিকায় সাইবার সার্জ অভিযানের প্রথম ধাপ চলে ২০২২ সালের জুন থেকে নভেম্বরে। তখন গ্রুপ-আইবি, ট্রেন্ড মাইক্রো, ক্যাসপারস্কি এবং কয়েনবেইসের মতো বেসরকারি অংশীদারদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে চিহ্নিত দেশগুলোতে সাইবার ঝুঁকির ব্যাপারে প্রায় দেড়শো মতো বিশ্লেষণী প্রতিবেদন তৈরি করে ইন্টারপোল। এরপর পুরো ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকাজুড়ে শতাধিক ব্যাক্তিকে গ্রেফতারের কথা গত সপ্তাহে প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থাটি। এই অভিযানে ‘ব্ল্যাক অ্যাক্স’ নামের সাইবার ক্রাইম চক্রের আয়ত্ত্বে থাকা ২৪ লাখ ডলার মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করা হয়। গত জুলাই মাসে ১৫টির বেশি দেশের ৩০টির চেয়েও বেশি ব্যাংক থেকে ১-৩ কোটি ডলার হাতিয়ে নেয়া অপেরা১ইআর সাইবার চক্রের শীর্ষ হোতাকে পাকড়াও করে আইভরি কোস্টের পুলিশ।
সমন্বয় এবং তথ্য শেয়ারকেই সাইবার নিরাপত্তা অভিযানে আগামীতেও কৌশলগত লড়াইয়ে আরও অবদান রাখার প্রস্তুতির কথা জানিয়েছেন গ্রুপ-আইবি সিইও দিমিত্রি ভলকভ।
order lasuna generic – cheap diarex generic himcolin order