আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে না গিয়েও অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। সারা দেশের ৩০০টি সংসদীয় আসনের জন্যই এই সুবিধা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি’র স্মার্ট সল্যুশন হিসেবে কমিশনের ওয়েবসাইটে মনোনয়নপত্র সংক্রান্ত লিঙ্কে প্রবেশ করে প্রথমে প্রার্থী তার মুখমণ্ডল ‘প্রদর্শন’ করলে ভোটার ডেটা বেইজের সম্পূর্ণ তথ্য স্ক্রিনে ভেসে উঠবে। এরপর তিনি একটা ইউজার আইডি পাবেন। সেটি ব্যবহার করেই ওই প্রার্থী মনোনয়নপত্রের যাবতীয় তথ্য সন্নিবেশ করবেন।
মনোনয়ন জমা পড়লে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেবে টার্নিং কর্মকর্তার দফতর। তবে মনোনয়নপত্রের তথ্যে কোনো ত্রুটি থাকলে সংশ্লিষ্ট প্রার্থীকে যাচাই-বাছাইয়ের সময় সশরীরে উপস্থিত থাকতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসি-বৈঠকে বিষয়টি সম্প্রতি অনুমোদন দেয়া হয়েছে।