দেশের বাজারে সাতটি নতুন মডেলের ফোন আনলো নকিয়া। ফোনগুলো হলাে- নকিয়া ৭.২, নকিয়া, ৬.২, নকিয়া ৮০০, নকিয়া ২৭২০, নকিয়া ২২০, নকিয়া ১১০ এবং নকিয়া ১০৫।
আজ রাজধানীর একটি হোটেলে ফোন সাতটি দেশের বাজারে বিক্রির ঘোষণা দেয় এইচএমডি গ্লোবাল।
সাতটি ফোনের মধ্যে নোকিয়া ৭.২ এবং ৬.২ স্মার্টফোন। বাকি পাঁচটি ফিচার ফোন।
মাঝারি রেঞ্জের দুটি অ্যান্ড্রয়েড ফোনের একটি নকিয়া ৬.২। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যারেমা সেটাপ। এতে ৪৮ মেগাপিক্সেল জেইস অপটিক্স লেন্স ব্যবহৃত হয়েছে।
অপর স্মার্টফোন নোকিয়া ৬.২। ফোনটিতে রয়েছে পিওর ডিসপ্লে। এতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি নিয়ন্ত্রিত তিনটি ক্যামেরা রয়েছে।
উভয় ফোনে দুই দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এগুলােতে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
অন্যদিকে নতুন উন্মোচিত ৫ ফিচার ফোনের মধ্যে চতুর্থ প্রজন্মের ফিচার ফোন ১০৫। নকিয়া ২২০ ফিচার ফোনে ফোরজি এলটিই কানেক্টিভিটি পাওয়া যাবে। এছাড়াও নকিয়া ২৭২০ ফ্লিপফোন এবং নকিয়া ৮০০ টাফ ফোন হিসেবে বাজারে পাওয়া যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এইচএমডি গ্লোবালের এশিয়া প্রশান্তমহাসগরীয় অঞ্চলের প্রধান রাভি কুনওয়ার এবং বাংলাদেশের এইচএমডি গ্লােবালের প্রধান ফারহান রশীদ এবং মাকেটিং লিড ইফফাত জহুর।