ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রাম তাদের ডিরেক্ট মেসেজিং অ্যাপ বন্ধ করতে যাচ্ছে। আগামী মাসেই এই অ্যাপে সকল প্রকার সেবা বন্ধ করবে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট ম্যাট নাভারা এবং কিছু রিভিউয়ার অ্যাপ্লিকেশনটির গুগল প্লে পেজ থেকে এমন নোটিফিকেশন পেয়েছেন বলে জানিয়েছেন। সেখানে বলা হয়েছে, আগামী মাস থেকেই ডিরেক্ট অ্যাপে কোনো সহায়তা থাকবে না।
নির্ধারিত তারিখ না বলা হলেও জানা গেছে, অ্যাপের সকল মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ইনস্টাগ্রাম অ্যাপে ট্রান্সফার করা হবে। ফলে ব্যবহারকারীদের খুব বেশি হতাশ হওয়ার কারণ নেই!
২০১৭ সালের ডিসেম্বরে ডিরেক্ট চালু করা হয়। তখন থেকে বিভিন্ন ফিচার আনা হলেও প্রধান অ্যাপ্লিকেশনের মতো ততোটা জনপ্রিয় হতে পারেনি। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে এখনও সেবাটি চালু হয়নি।
ডিবিটেক/বিএমটি