গেমপ্রেমীরা ছাড়ের জন্য অপেক্ষা করছেন? তাহলে আপনাদের জন্য সুখবর। আজ থেকে আপনার পছন্দের কিছু গেম ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়ে কিনতে পারবেন। এছাড়া বিনামূল্যে প্রিমিয়াম গেম ডাউনলোডেরও সুযোগ থাকছে।
আগামী ১৩ জুন পর্যন্ত এই ‘এপিক মেগা সেল’ চলবে। ছাড়ের আওতায় ১৪.৯৯ ডলারের বেশি দামে কোনো গেম কিনলে থাকছে অতিরিক্ত ১০ ডলারের ছাড়।
আগ্রহী গ্রাহকরা এখনই ‘ওয়ার্ল্ড অব গো’ গেমটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। শিগগিরই আসছে ‘স্টোরিজ আনটোল্ড’ গেম ডাউনলোডের সুযোগ।
বাজারে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পিসি গেমের বাজারে এপিকের ভালোই অবস্থান রয়েছে। তাদের প্লাটফর্মে মেট্রো এক্সোডুস এবং বর্ডারল্যান্ডস ৩ এর মতো ভালোমানের গেম প্রকাশ করা হয়। জানা গেছে, আগামী জুনের শেষের দিকে আবারও বিশেষ ছাড় দিতে পারে প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/বিএমটি