‘ক’ শ্রেণীভুক্ত জাতীয় শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই গ্রুপে বিজয়ীদের মেডল ও নগদ পুরস্কার দিয়েছে আইএসপিএবি। বুধবার বনানীতে সংগঠনটির স্থায়ী অফিসে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম হয়েছে এসওএস হারমাইনের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী জয়নব হাসান সামিয়া, দ্বিতীয় হয়েছে নামিরাহ তাজবিদ আলিফতিনা এবং ক্যামস্টোন স্কুলের ছাত্রী মাইশাহ সামিহা ইকবাল। খ গ্রুপে প্রথম হয়েছে হারমেইন স্কুলের শিক্ষার্থী ইয়াসরিব আয়েন সওদা, দ্বিতীয় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ শিক্ষার্থী গাজী আয়েশা সিদ্দিক ও চারুপাঠ শিক্ষার্থী আমেনা আক্তার ইসরাত।
আইএসপিএবি সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধরণ সম্পাদক ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, মো: আব্দুল কাইউম রাশেদ এবং পরিচালক সাকিফ আহমেদ।
শিশুদের বিভিন্ন প্রশ্নের স্মার্ট উত্তরদাতাকে নিজ উদ্যোগে পুরস্কৃত করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এসময় উপস্থিত শিশুদের বিশ্ব সেরা হতে পরিশ্রম ও অভিভাকদের কথা মেনে চলার পরামর্শ দেন তিনি।