প্রতিষ্ঠান ও সদস্যদের ব্যক্তিগত গাড়ির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও অনুষঙ্গ ক্রয়ে ২০ শতাংশ ছাড় সুবিধা পেতে অটোমোটিভ পার্টস বা যন্ত্রাংশের অনলাইন শপ মোটর সেবা লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’।
বৃহস্পতিবার রাজধানীর বনানীস্থ বাক্কো কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের পরিচালক মুসনাদ ই আহমেদ এবং মোটর সেবা লিমিটেডের পক্ষে পরিচালক ইরিয়াসু মেইকে এই চুক্তিতে সই করেছেন।
এসময় মোটর সেবা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ তানজিরুল বাসার, বাক্কো মেম্বার সার্ভিসেস অ্যান্ড ডেভেলপমেন্ট উপকমিটির চেয়ারম্যান ফয়সাল আহমেদ ও বাক্কো সচিবালয়ের নির্বাহী সমন্বয়ক মোঃ সেলিম সরকার উপস্থিত ছিলেন।