কমিশনারদের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের গঠিত আইন সংশোধনের যাচাই-বাছাই কমিটির কাছে সম্প্রতি এই সুপারিশ করা হয়েছে। সুপারিশে বকেয়া টাকা আদায়ে কঠোর আইনেরও আবেদন করা হয়েছে।
আইন সংশোধন করে টেলিযোগাযোগ খাতের অপরাধকে জামিন অযোগ্য করার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে নির্ভযোগ্য একটি সূত্র।
এ বিষয়ে বিটিআরসি’র আইন বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, আইনের দুর্বলতার কারণে শত-শত কোটি টাকা বকেয়া রেখেও কোনো কোম্পানি তা পরিশোধে গা করছেন না। নানা ফন্দি-ফিকির করে আসামীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। দিনের পর দিন আইনি লড়াই চালিয়ে হয়রান হচ্ছে কমিশন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এই জামিন অযোগ্য ধারা দরকার।
সূত্রমতে, কমিটির কাছে কমিশনররদের মেয়াদ আরও দু’বছরের জন্য বাড়ানোর সুপারিশ করা হয়েছে। কমিশনের কাজের গতি ও প্রকল্প বাস্তবায়নের সুবিধা ছাড়াও বারবার কমিশনার নিয়োগের জটিলতা থেকে মুক্তি পেতেই এই সুপারিশ করা হয়েছে।
জানাগেছে, বিটিআরসিসহ আরও অনেকগুলো সংস্থার কাছ থেকে এ বিষয়ে মতামত নিচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের গঠিত আইন সংশোধনের যাচাই-বাছাই কমিটি। সবার মতামতের ভিত্তিতে আইন হালনাগাদ করে শিগগিরি প্রণীত চূড়ান্ত খসড়াটি মন্ত্রণালয় ও মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে। সেখান থেকে চূড়ান্ত হয়েই সংশোধিত আইনটি সংসদের মাধ্যমে পাস হয়ে তা আইনে পরিণত হবে।