আগামী ২২ মে ঘোষণা করা হবে ২২তম টেলিকম এশিয়া অ্যাওয়ার্ড। শতাধিক মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ২৮টি ক্যাটাগরিতে ঘোষণা করা হবে এই সম্মাননা। অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরে।
ইতিমধ্যেই প্রতি বিভাগ থেকে মনোনীত ৪ ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। তবে এ বছর এই তালিকায় নেই বাংলাদেশী কোনো টেলিকম কোম্পানি/ব্যক্তিত্বের নাম।
সার্ভিস প্রোভাইডার গ্রুপের মধ্যে `বেস্ট এশিয়ান টেলিকম ক্যারিয়ার’ নির্বাচিত হতে পারে চায়না ইউনিকম গ্লোবাল, গ্লোবাল ক্লাউড এক্সচেঞ্জ, এনটিটি কমিউনিকেশনস এবং টিএম গ্লোবালের মধ্যে যে কোনো একটি কোম্পানি।
বেস্ট ব্রডব্যান্ড ক্যারিয়ারের জন্য মনোনীত হয়েছে ফাইবারস্টার, সিংটেল ও স্মারটোন।
বেস্ট ডাটা সেন্টার সার্ভিস প্রোভাইডারের তালিকায় রয়েছে কেলকম আজিয়াটা, চায়না ইউনিকম গ্লোবাল, সিএমসি টেলিকম এবং টিলাইনের নাম।
বেস্ট ইমার্জিং মার্কেট অপারেটর হতে যাচ্ছে সেলকার্ড, গ্লোবাল ক্লাউড এক্সচেঞ্জ, অরিডু মালদ্বীপ ও অরিডু মিয়ানমারের মধ্যে যে কোনো কোম্পানি।
বেস্ট ইন্টারন্যাশনাল হোলসেল ক্যারিয়ার বিভাগে মনোনীত হয়েছে এইচজিসি গ্লোবাল কমিউনিকেশনস, এনটিটি কমিউনিকেশনস, পিসিসিডব্লিউ গ্লোবাল ও টিলাইন।
বেস্ট ম্যানেজড সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার: সিআইটিআই টেলিকম সিপিসি, অরেঞ্জ সাইবার ডিফেন্স এবং সিংটেল-ট্রাস্ট ওয়েভ।
বেস্ট ম্যানেজড সার্ভিস প্রোভাইডার: গ্লোবাল ক্লাউড এক্সচেঞ্জ, অরেঞ্জ বিজনেস সার্ভিস, পিসিসিডব্লিউ সল্যুশনস।
বেস্ট মোবাইল ক্যারিয়ার: সিংটেল, এসকে টেলিকম, স্মার্ট আজিয়েটা কো, স্মারটোন।
বেস্ট মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর: বিরডাই মোবাইল, ব্লু ওয়ারলেস, সার্কেলস.লাইফ, রেডওয়ান।
এছাড়াও ইনোভেশন গ্রুপের অধীনে ১৮টি ক্যাটাগরিতে দেয়া হবে টেলিকম এশিয়া অ্যাওয়ার্ড। আর টেলিকম সিইও সম্মাননায় এবছর উঠে এসেছে ৪জনের নাম। এরা হলেন- এইচজিসি গ্লোবালের এন্ড্রিউ কেওয়ার্ক, স্মারটোনের অ্যানা ইপ, মাইটেলের এনগায়ান থান নাম এবং টেলিমরের ট্রান ভ্যান ব্যাঙ। এদের মধ্য থেকেই নির্বাচিত হবে এশিয়া অঞ্চলের বর্ষ সেরা টেলিকম সিইও।