বিশ্বের প্রথম ভাঁজ করা ল্যাপটপ আনছে লেনোভো। থিংকপ্যাড এক্স১ সিরিজের এই ল্যাপটপটি ইতিমধ্যেই প্রিভিউ উন্মোচন করা হয়েছে। আগামী বছরেই বাজারে আসবে ল্যাপটপটি।
ইতিমধ্যেই থিংকপ্যাড এক্স১ এর প্রোটোটাইপ ডিভাইসের ছবি প্রকাশ করা হয়েছে। এতে থাকছে ভাঁজযোগ্য ডিসপ্লে। অনেকেই মনে করতে পারেন এটি কোনো স্মার্টফোন কিংবা ট্যাবলেট। তবে এটি সম্পূর্ণ ক্ষমতাসম্পন্ন একটি ল্যাপটপ।
জানা গেছে, ল্যাপটপটির কীবোর্ডের জায়গাতেও ডিসপ্লে থাকছে। ফলে স্পর্ষের মাধ্যমেই কাজ করা যাবে। আর উপরের ডিসপ্লেতো থাকছেই। তবে ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি লেনোভো।
এছাড়া লেনোভো থিংকবুক সিরিজে আরও দুটি ল্যাপটপ উন্মোচন করেছে। এগুলো হলো থিংকবুক ১৪এস এবং থিংকবুক ১৩এস। প্রিমিয়াম ডিসপ্লে, হালকা পাতলা এই ল্যাপটপ দু’টিতে থাকছে থিংক শাটার ক্যামেরা। এগুলো ৬ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে।
দুটি ল্যাপটপেই থাকছে ইন্টেলের অষ্টম জেনারেশনের প্রসেসর। এছাড়া থাকছে এসএসডি স্টোরেজ, ইন্টেল ইউএইচডি ৬২০ অথবা এএমডি রেডিয়ন ৫৪০এক্স গ্রাফিক্স কার্ড এবং হারমান স্পিকার। এক চার্জে দুটি ল্যাপটপই চলবে প্রায় ১০ ঘন্টা।
ডিবিটেক/বিএমটি