ডিজিটাল জীবনের হুমকি মোকাবেলায় এন্টিভাইরাসের পরবর্তী সংস্করণ হিসেবে বাংলা ভাষায় প্রকাশ করা হলো ‘ব্যক্তিগত ডিজিটাল সুরক্ষা সিস্টেম সলিউশন’। বাংলাদেশের জন্য নতুন সংস্করণে এই পিডিএসএসটি তৈরি করেছে জার্মানি ব্র্যান্ড ওয়ার্ডউইজ। আর এর মাধ্যমেই আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে গঠিত প্রযুক্তি প্রতিষ্ঠান এ২ এরিনা।
ডিলার মিটের মাধ্যমে বৃহস্পতিবার রাতে আগারগাঁও আইডিবি ভবন সংলগ্ন ‘জয়তুন গার্ডেনের বিএএফ মিউজিয়ামে’ অবমুক্ত করা হয় এই নিরাপত্তা সফটওয়্যারটি। অনুষ্ঠানে এশিয়ার বৃহত্তম কম্পিউটার বাজার আইডিবি’র ৬০ জন পণ্য পরিবেশকের কাছে সল্যুশনটির বিশেষ দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ২ এরিনার সিইও এ ইউ খান জুয়েল, পরিচালক সাকিব আহমেদ খান এবং রাব্বি আমিন।
এসময় ধারণকৃত ভিডিওতে এ২ এরিনা’র মাধ্যমে প্রযুক্তি ব্যবসায় নিজের সংশ্লিষ্টতা প্রকাশ করেন সাকিবল আল হাসান। বক্তব্যে পরিস্থিতি অনুকূলে এলেই সশরীরে সবার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন তিনি।