খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আচরণবিধি যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয় সেজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগামী ১৩ মে খুলনা সফর স্থগিত করেছেন। আগামী ১২ জুন কেসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী বিধিমালা যথাযথ পালের লক্ষ্যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধি যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয় সেজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগামী ১৩ মে খুলনা সফর স্থগিত করেছেন। প্রতিমন্ত্রী পরবর্তী কর্মসূচি অনুযায়ী শুধু বাগেরহাট ও পিরোজপুর জেলা সফর করবেন।
এর আগে বুধবার দুপুরে কেসিসি নির্বাচনে আচরণবিধি মেনে চলতে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে চিঠি দেওয়া হয়েছে। কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন এ চিঠি পাঠান।
রিটার্নিং কর্মকর্তা জানান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বর্তমানে খুলনায় অবস্থান করছেন। আগামী ১২ থেকে ১৪ মে খুলনায় তার কর্মসূচি রয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তাকে দিয়ে তার বাসায় চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। একই সময়ে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক খুলনা সফর করবেন। এ কারণে তার কাছেও চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবার সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ যথাযথভাবে প্রতিপালন প্রয়োজন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।