ব্যবসায় করতে হলে বাংলাদেশে অফিস স্থাপন অথবা প্রতিনিধি নিয়োগ করতে হবে ফেসবুক-গুগল-কে। বুধবার (২৬ জুন) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
সংস্থাটি বলেছে, আগামী ১ জুলাই থেকে দেশে ভ্যাট আইন কার্যকর হতে যাচ্ছে। এ আইনে অনাবাসিক ব্যক্তি কর্তৃক বেতার, টেলিভিশন ও ইলেকট্রনিক সেবা সরবরাহকারীদের ওপর ভ্যাট ও প্রযোজ্য ক্ষেত্রে সম্পূরক শুল্ক দিতে হবে।
নির্দেশনায় বলা হয়, ভ্যাট আইন অনুযায়ী প্রত্যেক অনাবাসিক ব্যক্তিকে ভ্যাট এজেন্ট নিয়োগ করতে হবে। তাই মূসক নিবন্ধন নেওয়ার জন্য লিখিতভাবে অনুরোধ করতে বলা হয়েছে।
ইলেকট্রনিক সেবাদাতা বলতে নির্দেশনায় ফেসবুক, গুগল, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে দেওয়ার মেসেজ, ভয়েস, বিজ্ঞাপন ও অনুরূপ সেবাকে বোঝানো হয়েছে।
নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ, গুগল, ইউটিউব, ফেসবুক, টুইটারের মতো বৈশ্বিক ডিজিটাল মাধ্যমের কাছ থেকে ভ্যাট ও আয়কর আদায় কার্যকর করতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
এসব বৈশ্বিক ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন বাবদ বিপুল অংকের অর্থ বাংলাদেশ থেকে নিয়ে গেলেও কোন কর দেয় না। এই কর আদায়ে এবার এনবিআর এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে গুগল, ইউটিউব, ফেসবুক, অ্যামাজনের মত প্রতিষ্ঠানকে চিঠি দিচ্ছে।
চিঠিতে বাংলাদেশে অফিস স্থাপন না করলে এখানে এসব সেবা বন্ধ করে দেয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশে এক দশকেরও কম সময়ের মধ্যে পণ্যের প্রচারণা বা বিজ্ঞাপন প্রচারের মাধ্যম ব্যবহারের এসেছে নতুনত্ব। বিজ্ঞাপন প্রচারে প্রথাগত গণমাধ্যম পত্রিকা-রেডিও টেলিভিশনের পাশাপাশি নতুন মাধ্যম গুগল, ইউটিউব, ফেসবুক, টুইটারের মত বৈশ্বিক ডিজিটাল প্লাটফর্মও বেছে নিচ্ছেন উদ্যোক্তারা। এ খাতে বিপুল অর্থ ব্যয় করছেন তারা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গুগল, ইউটিউব, ফেসবুক, টুইটারের মত বৈশ্বিক ডিজিটাল প্লাটফমর্কে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা অর্থের বিপরীতে কোন ভ্যাট পায়নি বাংলাদেশ। নতুন অর্থ বছর থেকে তাদের কাছ থেকে ভ্যাট-ট্যাক্স আদায়ের পদক্ষেপ কার্যকর করতে যাচ্ছে এনবিআর।
ইতোমধ্যে বেশকিছু বৈশ্বিক ডিজিটাল প্রতিষ্ঠানের সাথে এনবিআরের যোগাযোগ হয়েছে। দেশের আইন কানুন সম্পর্কে তাদের জানানো হয়েছে বলে জানান তিনি। বিজ্ঞাপন বাবদ কি পরিমাণ অর্থ যাচ্ছে এবং তা ভ্যাটের আওতায় আনতে ভ্যাট নিবন্ধন নিতে বলা হয়েছে তাদের। এজন্য স্থানীয় অফিস খোলার আলোচনা শুরু করেছে বৈশ্বিক ডিজিটাল প্লাটর্ফমগুলো।