হঠাৎ করেই রবিবার গুগলে ‘স্বাস্থ্য অধিদফতর হটলাইন নম্বর’ অনুসন্ধান করতে গিয়ে লজ্জায় পড়েন অনুসন্ধানকারীরা।কেননা দুপুর পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশনে বিভিন্ন পর্ন সাইটের ঠিকানা দেখাচ্ছিলো। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে ফেসবুকে। সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে শুরু হয় হাস্যরস।
প্রথমে বিষয়টি হ্যাকিং বলে মনে করা হলেও পরবর্তীতে জানা যায়, এটা ইনভিজবল হেডারের কারসাজি।
আর এই কারসাজি ঠেকাতে তড়িৎ উদ্যোগ নেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশিদ আলম। ওয়েবসাইটটির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটি (এমআইএস) যারা দেখভাল করেন সঙ্গে কথা বলে ওয়েবসাইটটির ত্রুটি ছাড়ানো হয়।
ফলে এখন গুগল সার্চে বিব্রত হতে হচ্ছে না। তবে চলছে ওয়েবসাইটটি হালনাগাদের কাজ। মূল পাতায় তার ছাপ স্পষ্ট। তবে এ ধরনের পরিস্থিতি এড়াতে ওয়েবসাইটটির কাঠামোকে আরো অটটু করতে ঊর্ধ্বতনদের নজর দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।