আগামী পাঁচ বছরে দেশে কর্মসংস্থানের ৮০ ভাগই হারিয়ে যাবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
রবিবার (১২ মে) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এটুআই (একসেস টু ইনফরমেশন) আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এই সতর্ক বার্তা দেন।
দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের তাগিদ করে মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা ব্রিটিশ আমলের। এখনও সিটির পরিবর্তন আমরা করতে পারিনি। আগামী পাঁচ বছরে এখনকার কর্মসংস্থানের ৮০ ভাগই হারিয়ে যাবে। তার মানে নতুন ধরনের কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখনও জানে না যে ৫ বছর পরের চ্যালেঞ্জ মোকাবিলায় আজ নতুন কী বিষয় পড়ানো উচিত; তার সিলেবাস কী হবে। এর জন্য পাঠ্যপুস্তক এবং পাঠদানের পদ্ধতিতে পরিবর্তন আনা দরকার।’
উদ্ভাবনের নিরাপত্তায় মেধাস্বত্ত্বের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘ইনোভেশন যতই করা হোক না কেন, তাকে মেধাস্বত্ত্বের মাধ্যমে সুরক্ষিত রাখতে হবে। আর মেধাস্বত্ত্ব শুধু জাতীয় পর্যায়েই নয় বরং আন্তর্জাতিক পর্যায়েও সংরক্ষণ করতে হবে। আমাদের উদ্ভাবনগুলো আন্তর্জাতিক পেটেন্টের মাধ্যমে নিরাপদ রাখতে হবে।’
এটুআই’র প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং এটুআই’র পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশে ইউএনডিপি’র উপ আবাসিক প্রতিনিধি কিওকো ইউকোসুকা।