দেশের ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের হিসাবের ডিজিটাল রূপান্তরে ক্লাউডভিত্তিক সেবা চালু করেছে মোবাইল অপারেটর রবি। মুঠোফোনেই মুদি দোকান, সুপার শপ, স্যানিটারি শপ, ফার্নিচার শপ, হার্ডওয়্যার শপ, পোশাকের দোকান, ফার্মেসির মতো খুচরা ব্যবসা পরিচালনার সুযোগ নিয়ে চালু করেছে ‘আমার হিসাব’।
এই সেবাটির মাধ্যমে যে কোনো স্থান থেকে দৈনিক বিক্রি, পণ্য ও কাঁচামালের মজুদের পরিমাণ, গুদামজাত দ্রব্যের হিসাব, দৈনিক বিক্রির প্রতিবেদনসহ পরিপূর্ণ অ্যাকাউন্টিং সল্যুশন পাবেন ব্যবসায়ীরা।
বন্দর নগরীর চট্টগ্রাম ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে সল্যুশনটি উদ্বোধন করেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব এবং রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন উভয় প্লাটফর্মেই ‘রবি আমার হিসাব’ সল্যুশনটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ব্যবহারকারীদের সুবিধার্থে সল্যুশনটি বাংলা সংস্করণেও রাখা হয়েছে। সল্যুশনটির জন্য দুটি প্যাকেজ রয়েছে। সর্বোচ্চ ৫ ব্যবহারকারীর জন্য বেসিক প্যাকেজটি ৮০০ টাকা এবং সর্বোচ্চ ১০ ব্যবহারকারীর জন্য অ্যাডভান্সড প্যাকেজের দাম এক হাজার টাকা।