ভারতীয় নিয়ন্ত্রক সংস্থার নির্দেশের কারণেই ভারতে স্মার্টফোনের দাম বাড়েতে পারে। এমনই সতর্কবার্তা দিয়েছে গুগল। মার্কিন এই তথ্যপ্রযুক্তি জায়ান্টের আবেদনের ভিত্তিতে সোমবার সুপ্রিম কোর্টে অ্যান্ড্রয়েড মামলার শুনানি হবে। সেইসঙ্গে গুগলের সতর্কবার্তা, ভারতীয় ব্যবহারকারীদের গোপনীয়তা ভঙ্গ হতে পারে।
এক ব্লগ পোস্টে গুগলের পক্ষ থেকে দাবি করা হয়ে, গত ২০ অক্টোবর ভারতের প্রতিযোগিতামূলক বাজারের নিয়ন্ত্রক সংস্থা কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই) যে ১০টি নির্দেশ দিয়েছিলো, তার জেরে ভারতে অ্যান্ড্রয়েড বিস্তারের প্রক্রিয়া জোরদার ধাক্কা খেতে পারে। সেইসঙ্গে ভারতের মতো দেশে ডিজিটাইজেশনের ক্ষেত্রে ওই নির্দেশিকা বড়সড় প্রভাব ফেলতে পারে বলে গুগলের পক্ষ থেকে দাবি করা হয়।
গত অক্টোবরে কয়েকদিনের ব্যবধানে ভারতে জোড়া ধাক্কা খায় গুগল। গত বছরের ২০ অক্টোবর ১,৩৩৭ কোটি রুপি জরিমানার মুখে পড়েছিলো। সেইসময় কম্পিটিশন কমিশনের তরফে বলা হয়েছিলো, প্রভাব খাটিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের দুনিয়ায় একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে গুগল। তাতে প্রতিযোগিতার শর্ত লঙ্ঘিত হয়েছে। যদিও গুগলের পক্ষ থেকে দাবি করা হয়েছিলো, ভারতের নিয়ন্ত্রক সংস্থা যে সিদ্ধান্ত নিয়েছে, তার ফলে শেষ মুহুর্তে ভারতীয় ব্যবহারকারীরাই সমস্যায় পড়বেন। ধাক্কা খাবে ব্যবসাও।
এরইমধ্যে ২৫ অক্টোবর ফের গুগলকে জরিমানার মুখে পড়তে হয়। সেদিন কম্পিটিশন কমিশন জানিয়েছিলো, প্লে স্টোর নীতির ক্ষেত্রে নিজেদের যে ভালো অবস্থা আছে, সেটার অপব্যবহার করছে তথ্যপ্রযুক্তি জায়ান্ট গুগল। যে ক্ষেত্রে গুগলকে প্রায় ১,০০০ কোটি রুপি জরিমানা ধার্য করেছিলো কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া।
গুগল দাবি করেছে, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ না করলে গত ১৪-১৫ বছর ধরে যে অ্যান্ড্রয়েড মোবাইল প্ল্যাটফর্ম আছে, তাতে পরিবর্তন আনতে হবে। যা গুগলের চিরস্থায়ী ক্ষতি করে দেবে। তাতে সার্বিকভাবে ভারতের অর্থনীতির উপরও প্রভাব পড়বে।
ডিবিটেক/বিএমটি