বিশ্বের প্রথম ব্যাটারিচালিত যাত্রীবাহী জাহাজ নৌপথে যাত্রা শুরু করেছে। সোমবার নর্দান নরওয়ে থেকে আনুষ্ঠানিকভাবে এই যাত্রা শুরু হয়।
ক্রুজ অপারেটর হার্টিগ্রুটেন পরিচালিত এই হাইব্রিড জাহাজ ‘এমএস রোল্ড অমান্ডসেন’ ৫০০ যাত্রী বহন করতে পারে এবং বিরূপ আবহাওয়াতে যাতে চলতে পারে সেভাবে ডিজাইন করা হয়েছে।
রয়টার্স দেয়া এক সাক্ষাতকারে হার্টিগ্রুটেনের প্রধান নির্বাহী ডেনিয়েল জানান, যদিও জাহাজের ইঞ্জিন প্রধানত মেরিন গ্যাসঅয়েলে চলে, তবে এর ব্যাটারি প্যাক ইঞ্জিনটিকে ৪৫ থেকে ৬০ মিনিট চালু রাখতে সক্ষম।
কোম্পানিটি জানিয়েছে, এই ব্যাটারি প্যাক তুলনামূলকভাবে জ্বালানী খরচ এবং প্রায় ২০ শতাংশ কার্বন ডাইঅক্সাইড নির্সরণ কমাবে।
যখন ব্যাটারির প্রয়োজন হবে না তখন ইঞ্জিন থেকে বাড়তি এনার্জি ব্যাটারিতে সংরক্ষিত হবে এবং পরবর্তীতে ব্যাটারি থেকে সেই এনার্জি ব্যবহার করা হবে। ফলে এখানে কোনো চার্জিং স্টেশনের প্রয়োজন হবে না।
বর্তমান জাহাজে যে পরিমান ব্যাটারি প্যাক আছে তার দ্বিগুন ক্যাপাসিটি নিয়ে এই বছরের শেষের দিকে দ্বিতীয় হাইব্রিজ জাহাজ উন্মোচিত হবে।
ডিবিটেক/বিএমটি
[প্রিয় পাঠক, আপনিও ডিজি বাংলা’র অংশ হয়ে উঠুন। প্রযুক্তি বিষয়ক খবরা-খবর, মোবাইল-গেম রিভিউ, স্কুল-কলেজ পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উদ্ভাবন-গবেষণা, মেলা, ফ্যাশন, লাইফস্ট্যাইল, ক্যারিয়ার, পরামর্শ, টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ভিডিও/ছবিসহ মেইল করুন[email protected] এ ঠিকানায়। আপনার সঙ্গে যোগাযোগের নম্বরটিও লিখুন। লেখা আপনার নামে প্রকাশ করা হবে। ভালো লেখার জন্য সম্মানি দেয়া হবে।]