বর্তমানে চিপভিত্তিক ও স্পর্ষবিহীন লেনদেনের পরিমান ও চাহিদা বেড়েছে। আর তাই নিজেদের পেমেন্ট কার্ড থেকে ধীরে ধীরে ম্যাগনেটিক স্ট্রাইচ বাদ দেয়ার পরিকল্পনা ঘোষণা দিয়েছে মাস্টারকার্ড। ঘোষনা অনুযায়ী, ২০২৪ সাল থেকে অধিকাংশ দেশ থেকে ম্যাগনেটিক স্ট্রাইপ বাদ দেয়ার কার্যক্রম শুরু হবে। খবর জেডডি নেট।
মাস্টারকার্ড জানিয়েছে, ইউরোপের বাজারে নতুন ইস্যুকৃত মাস্টারকার্ড ক্রেডিট ও ডেবিট কার্ডে ম্যাগনেটিক স্ট্রাইপের দেখা মিলবে না। আর ২০২৭ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের কোনো ব্যাংক ম্যাগনেটিক স্ট্রাইপসহ চিপ কার্ড সরবরাহ করবে না।
২০২৯ সাল নাগাদ যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রিপেইড কার্ড ছাড়া অন্য কোথাও মাস্টারকার্ডের ক্রেডিট ও ডেবিট কার্ড ম্যাগনেটিক স্ট্রাইপ দিয়ে ইস্যু করা হবে না।
সবশেষ ২০৩৩ সাল নাগাদ বিশ্বের কোথাও ম্যাগনেটিক স্ট্রাইপসহ মাস্টারকার্ড ক্রেডিট ও ডেবিট কার্ড থাকবে না।
ডিবিটেক/বিএমটি