গুগল, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের পর এবার উইকিপিডিয়া ব্যবহারের সুযোগ বন্ধ করে দিয়েছে চীন। শুরুতে শুধু চীনা ভাষার উইকিপিডিয়া ব্লকলিস্টে রাখা হলেও পরবর্তীতে সব ভাষার ইউকিপিডিয়াই বন্ধ করে দেয়া হয়েছে।
উইকিমিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে গত এপ্রিলে দেশেটিতে উইকিপিডিয়া ব্লক করে দেওয়া হয়। তবে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে উইকিমিডিয়াকে কোনো নোটিশ দেয়নি চীন সরকার।
এক বিবৃতিতে উইকিমিডিয়া ফাউন্ডেশন জানায়, চীন থেকে উইকিপিডিয়ায় প্রবেশ করা যাচ্ছে না। অভ্যন্তরীণ ট্রাফিক রিপোর্ট বিশ্লেষণ করে চীবে সব ভাষার ইউকিপিডিয়া বন্ধের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।