প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বিশ্বাস করেন, ডেভেলপার হতে ৪ বছরের ডিগ্রির প্রয়োজন নেই। ডিগ্রি পেয়ে ডেভেলপার হওয়ার বিষয়টি পুরাতন এবং গতানুগতিক বিষয়।
টিম কুকের মতে, আমরা যদি প্রাথমিক স্তর থেকে শিশুদের কোডিং শেখানো শুরু করতে পারি এবং মাধ্যমিকে জটিল কোডিংয়ের সমাধান করানো সম্ভব হয় তাহলে সময়ের পরিবর্তনে তারা লিয়ামের মতো গ্রাজুয়েট হিসেবে তৈরি হবে। উদাহরণ হিসেবে বলা লিয়াম ইতিমধ্যেই অ্যাপ স্টোরের জন্য অ্যাপস ডেভেলপ করেছে।
সম্প্রতি টিম কুক ওরলান্ডো, ফ্লোরিডাতে ভ্রমণ করেন এবং ১৬ বছর বয়সী লিয়াম রোজেনফেল্ডকে দেখে অবাক হন। ৩৫০ স্কলারশীপ বিজয়ী লিয়াম আগামী মাসে ক্যালিফোর্নিয়ার স্যান জোসে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) এ অংশগ্রহণ করতে যাচ্ছেন।
ডিবিটেক/বিএমটি