ইন্টারনেটে অসুরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে ২৭.৫ কোটি ভারতীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য। এক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ এই তালিকা খুঁজে পেয়েছেন। বিভিন্ন জব পোর্টাল থেকে তথ্য সংগ্রহ করে এই তালিকা তৈরি করা হয়েছিল।
এছাড়াও জন্মদিন, লিঙ্গ, ইমেল আইডির মতো ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়েছে এই তালিকায়। খুব সহজেই এই তালিকা ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে হ্যাকাররা।
১ মে সিকিউরিটিডিসকভার ডটকম ওয়েবসাইটের সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ বব ডায়াচেঙ্কো প্রথম এই তালিকার সন্ধান পান। এর পরেই ‘ইউনিস্টেলার গ্রুপ’ নামে এক হ্যাকার গোষ্ঠী এই তালিকার দখল নিয়েছে।
ডায়াচেঙ্কো জানিয়েছেন অজানা কোন ব্যক্তি বা সংস্থার কাছে এই তালিকা ছিল। এই তালিকায় মোট ২৭৫,২৬৫,২৯৮ ভারতীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য রয়েছে। এই সব ব্যক্তিরা বিভিন্ন সময় একাধিক জব পোর্টালে চাকরি খোঁজার জন্য এই তথ্য দিয়েছিলেন।
ডিবিটেক/এসিডি