ক্রোম ৯০ সংস্করণের ব্রাউজারের জন্য নতুন ফিচার চালু করেছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারী কোনো একটি পেজের নির্দিষ্ট অংশকে হাইলাইট করে লিংক পাঠাতে পারবেন। খবর এনগ্যাজেট।
গতবছর এক্সটেনশন হিসেবে ফিচারটি চালু করেছিলো প্রযুক্তি জায়ান্টটি। এবার সেটি ক্রোমেরই অংশ হিসেবে চালু করা হলো। ফলে সুবিধাটি পেতে অন্যকিছু ইনস্টল করার প্রয়োজন হবে না।
ধরুন, আপনি পেঙ্গুইন নিয়ে উইকিপিডিয়ার একটি পেজের যেখানে কোনো পেঙ্গুইন মানুষকে ভয় করে না এই লেখাটি কারো সাথে শেয়ার করতে চাচ্ছেন। এর আগে লিংক শেয়ার করলে সেখানে আলাদাভাবে ঐ সেকশনের কথা উল্লেখ করে দিতে হতো।
নতুন ফিচারটির ফলে আপনি যে সেকশনটি দেখাতে চান সেটির উপর ডানবাটন ক্লিক করুন এবং ‘কপি লিংক টু হাইলাইট’ সিলেক্ট করুন। লিংক কপি হয়ে গেলে সেটি যাকে ইচ্ছা পাঠাতে পারবেন। যখন প্রাপক ঐ লিংকে ক্লিক করবেন তখন তাঁকে ঐ নির্দিষ্ট সেকশনেই নিয়ে যাবে। ফলে তাকে পুরো পেজটি পড়ার প্রয়োজন হবে না।
যারা দলবদ্ধ হয়ে কাজ করেন বিশেষ করে সহকর্মী ও শিক্ষার্থী, তাদের জন্য এটি খুবই সহায়ক হবে।
এছাড়া গুগল তার ব্রাউজারে পিডিএফ দেখার জন্য নতুন পিডিএফ ভিউয়ার যুক্ত করেছে। এতে একসাথে দুই পেজ দেখা, জুম করা, নির্দিষ্ট পেজে যাওয়া, সংরক্ষণ এবং এক ক্লিকে প্রিন্ট করার সুবিধা রয়েছে। এছাড়া ব্রাউজারটির সিপিইউ ব্যবহার কমানো হয়েছে।
ডিবিটেক/বিএমটি