ব্রাজিলে শিগগিরই পুনরায় নিজেদের পেমেন্ট সেবা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। রয়টার্স জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেসবুকের মালিকানাধীন মেসেজিং সেবাটির পিয়ার-টু-পিয়ার পেমেন্ট সেবার অনুমোদন দিয়েছে। খবর এনগ্যাজেট।
এই অনুমোদনের ফলে, ব্যবহারকারীরা তাদের ভিসা কিংবা মাস্টারকার্ডের মাধ্যমে একে অন্যকে টাকা পাঠাতে পারবে। এর আগে ২০২০ সালের জুনে হোয়াটসঅ্যাপের দ্বিতীয় বৃহত্তম বাজার ব্রাজিলে পেমেন্ট সেবাটি চালু করে। তবে দ্রুত সময়ের মধ্যেই দেশটির কেন্দ্রীয় ব্যাংক সেটি স্থগিত রাখার নির্দেশ দেয়।
মূলত প্রতিযোগিতা, সহজলভ্যতা এবং ডাটা প্রাইভেসির সকল নীতিমালা মেনে চলছে কিনা সেটি নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নেয়। এছাড়া যথাযথ লাইসেন্স গ্রহণ না করাও একটি কারণ ছিলো।
এখনও নতুনভাবে পেমেন্ট সেবাটি চালুর দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে যতো দ্রুত সম্ভব সেটি চালুর চূড়ান্ত প্রক্রিয়া চলছে বলে হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন।
ডিবিটেক/বিএমটি