মঙ্গলবার বিকেল থেকে বেশকিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হটাৎ করেই নোটিফিকেশন পপ আপ দেখতে পান যেখানে তাদের ডিভাইসের কিছু অ্যাপস কাজ করছে না বলে উল্লেখ করা হয়। এছাড়া অনেক অ্যাপ চালু করার পর হটাৎ করেই সেটি ক্রাশ করছে (বন্ধ হয়ে যাচ্ছে)। এসব অ্যাপের মধ্যে জিমেইল, একাধিক ব্যাংকিং অ্যাপস, গুগল প্লে এবং অসংখ্যা অ্যাপ রয়েছে।
ডাউনডিটেকটর, রেড্ডিট এবং টুইটারে অনেকেই তাদের অ্যাপ ক্রাশ করার বিষয়ে অভিযোগ করেছেন। গুগলের ওয়ার্কস্পেস ক্লাউড স্ট্যাটাস ড্যাশবোর্ড থেকে নিশ্চিত হওয়া গেছে যে অ্যান্ড্রয়েডে জিমেইল অ্যাপের সমস্যার বিষয়ে গুগল অবহিত আছে। সেখানে শিগগিরই নতুন আপডেট প্রকাশের কথাও জানিয়েছে গুগল।
মূলত অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েবভিউ নামক সিস্টেম অ্যাপের সর্বশেষ সংস্করণের জন্য এই সমস্যাটি দেখা দিয়েছে। এটি অ্যাপের মধ্যে ক্রোমের মতো ব্রাউজার রেন্ডারিং সুবিধা দিয়ে থাকে।
ওয়েবভিউ এর সর্বশেষ আপডেট আনইনস্টল করলে কিংবা নতুন আপডেট ইনস্টল করলে সমস্যাটি সমাধান হয়ে যাবে। এ বিষয়ে গুগল কাজ করছে বলে জানা গেছে।
ডিবিটেক/বিএমটি