এখন থেকে ক্লাউড ডকুমেন্ট হিসেবে ফটোশপ, ইলাস্ট্রেটর বা ফ্রেস্কো’র ফাইল সম্পাদনার কাজ করতে পারবেন একাধিক ব্যক্তি। আইপ্যাড, আইফোন, ডেস্কটপ – সব প্ল্যাটফর্মেই সিনক্রোনাইজ করে চলবে সম্পাদনার কাজ।
এজন্য ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে অ্যাডোবি। ফিচারটি ব্যবহারের আহ্বান জানিয়ে অ্যাডোবি কর্তৃপক্ষ বলছে- “ এই ফিচারের মাধ্যমে এখন থেকে সহযোগীরা শেয়ার করা ক্লাউড ডকুমেন্ট সম্পাদনা করতে পারবেন, একজন একজন করে। এজন্য পিএসডি বা এআই ফাইলটি ক্লাউড ডকুমেন্ট হিসেবে সেভ করতে হবে এবং অন্যকে সম্পাদনা করার আহবান জানাতে হবে।
অর্থাৎ সহযোগীরা একত্রে একই সময়ে একটি ফাইলে সম্পাদনার কাজ করতে পারবেন না। কিন্তু তারা চাইলেই ফাইল ওপেন করে সেটিতে পরিবর্তন করতে পারবেন এবং তা সেভ করে রাখতে পারবেন। বাড়তি হিসেবে, ব্যবহারকারী শেয়ারড ক্লাউড ডকুমেন্টে ‘অ্যাসেটস ডট অ্যাডোবি ডটকম’ এবং ‘ক্রিয়েটিভ ক্লাউড ডেস্কটপ অ্যাপ’ থেকে প্রবেশ করতে পারবেন।
অ্যাডোবি জানিয়েছে, ব্যবহারকারীরা যেখানেই ফটোশপ ব্যবহার করুক না কেন এখন থেকে নিজেদের প্রিসেট সিঙ্ক করে নিতে পারবেন। এরকম প্রিসেটের মধ্যে “ব্রাশ, সোয়াচ, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, স্টাইল এবং শেপ” থাকবে। অ্যাডোবি উল্লেখ করেছে, প্রিসেট সিঙ্ক সুবিধাটি শুরুতে ম্যাক ও উইন্ডোজের ডেস্কটপ সংস্করণে আসছে, পরবর্তীতে সুবিধাটি আইপ্যাড সংস্করণের জন্য আসবে।