আন্তর্জাতিক ভ্রমণ উন্মুক্ত করতে বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে কিউআর কোড ব্যবহারের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার জি-২০ শীর্ষ সম্মেলনে নিজের দেশে ভাইরাস প্রতিরোধে সাহায্য করার জন্য ব্যবহৃত চীনের কিউআর কোড অ্যাপসের প্রসঙ্গ তুলে ধরে এই আহ্বান জানান তিনি।
তবে এই ভ্রমণ পরিকল্পনা কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি চীনের রাষ্ট্র প্রধান।
ভার্চুয়াল বৈঠকে সম্মেলনে অংশ নিয়ে ভ্রমণ নীতি এবং মানের মধ্যে সমন্বয় সাধন করার পাশাপাশি মানুষের সুশৃঙ্খল ভাবে চলাচল নিশ্চিত করতে ‘ফাস্ট ট্র্যাক’স্থাপনের পরামর্শ দিয়েছেন তিনি।
“নিউক্লিয় এসিড পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে স্বাস্থ্য কার্ডের তথ্য সংরক্ষণে এই কোড ব্যবহার করা যেতে পারে বলে প্রস্তাব দিয়েছেন। বলেছেন, এক্ষেত্রে বারকোডের মাধ্যমে ভ্রমণকারীর স্বাস্থ্যের অবস্থা জানতে সহায়তা করবে।
কিন্তু মানবাধিকার আইনজীবীরা সতর্ক করেছেন, এই কোড বৃহত্তর রাজনৈতিক পর্যবেক্ষণ এবং এর বাইরেও ব্যবহার করা হতে পারে।