চীনে উন্নতমানের চিপ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে চিপ জায়ান্ট এনভিডিয়াও। এএমডি ও ইন্টেলের বেলাতেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। খবর বিবিসি।
বাইডেন প্রশাসনের ঘোষণার পরপরই বাজারে বিভিন্ন মার্কিন চিপ কোম্পানির শেয়ারমূল্য কমে গেছে।
বিশ্লেষকদের মতে, সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে এনভিডিয়া। কারণ, কোম্পানিটির সামগ্রিক আয়ের ২৫ শতাংশই আসে চীন থেকে। নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই এনভিডিয়ার শেয়ারমূল্য কমেছে চার দশমিক সাত শতাংশ।
গত অক্টোবর চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তার মধ্যে থাকা বিভিন্ন ফাঁকফোকর বন্ধ করার লক্ষ্যে এই নতুন নিষেধাজ্ঞা এলো। এই নিষেধাজ্ঞা এমনভাবে নকশা করা, যেটির মাধ্যমে উন্নতমানের চিপ আমদানিতে চীনের সামরিক বাহিনীর রাস্তা বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র।
ডিবিটেক/বিএমটি