আগামী জানুয়ারি থেকে জিমেইলের এইচটিএমএল ভিউ ফিচারটি আর ব্যবহার করা যাবে না। গত ১৯ সেপ্টেম্বর গুগলের সাপোর্ট পেজে এ বিষয়ে জানিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।
খবরে বলা হয়, এইচটিএমএল ভিউ বন্ধ হলে সবাইকে আধুনিক ‘স্ট্যান্ডার্ড ভিউ’তে নেয়া হবে।
গুগলের একজন মুখপাত্র বলেন, “১০ বছরেরও বেশি সময় আগে এইচটিএমএল ভিউয়ের পাশাপাশি আধুনিক সংস্করণ চালু হয়। পুরোনো এইচটিএমএল ভিউয়ে নতুন সব ফিচারও কাজ করে না”।
উল্লেখ্য, এইচটিএমএল সংস্করণে জিমেইলের পেজ লোড হতে তুলনামূলক কম সময় লাগে। এ ছাড়া, পুরোনো পিসি বা ধীরগতির ইন্টারনেটেও এতে প্রবেশের সুযোগ পান ব্যবহারকারী।
ডিবিটেক/বিএমটি