অ্যাপল ও স্যামসাং স্মার্টফোন থেকে ক্ষতিকারক বিকিরণ ছড়াচ্ছে। সেই কারনে এবার মামলা হলো আদালতে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এই দুই কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাকারীর অভিযোগ আইফোন ৭ প্লাস, আইফোন ৮, আইফোন এক্স, স্যামসাং গ্যালাক্সি এস ৮ এবং গ্যালাক্সি নোট ৮ ফোনগুলি থেকে ক্ষতিকর সীমার বেশি বিকিরণ হচ্ছে।
যে কোন স্মার্টফোনের ক্ষতিকারক বিকিরণ মাপার জন্য স্পেসিফিক আবসর্পশন রেট ( SAR) মাপা হয়। মানব দেহ মোবাইল ফোন থেকে নির্গত বিকিরণ কতটা শোষন করতে পারে তা পরিমাপ করা হয় SAR ভ্যালু থেকে।
এফসিসি জানিয়েছেন, অনেকেই মনে করেন কম SAR ভ্যালুর স্মার্টফোন ব্যবহার করলে ক্ষতি কম হয়। এছাড়াও বেশি SAR ভ্যালুর ফোন ব্যবহারের থেকে কম SAR ভ্যালুর ফোন ব্যবহারে নিজেদের সুরক্ষিত মনে করেন অনেকেই।
এফসিসি’র তথ্য অনুযায়ী প্রতি কিলোগ্রামে ১.৬ ওয়াট পর্যন্ত বিকিরণ মানব দেহের জন্য সুরক্ষিত।
অ্যাপল জানিয়েছেন, সব আইফোন ৭ সহ সব আইফোন মডেল এফসিসি সার্টিফিকেশন পেয়েছে। এছাড়াও যত দেশে আইফোন বিক্রি হয় সব দেশের নির্দিষ্ট সার্টিফিকেশন পাস করেছে কোম্পানির সব স্মার্টফোন।
যদিও এই মামলার প্রসঙ্গে এখনও কোন মন্তব্য করেনি স্যামসাং।